কাওড়াকান্দি-মাওয়া ঘাটে স্পিডবোড সিরিয়ালকে কেন্দ্র করে ড্রাইভারদের দু'গ্রুপের সংঘর্ষে পুলিশ-যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। আজ সকালে মাওয়া ঘাটের স্পিডবোডের ড্রাইভার দেলোয়ার কাওড়াকান্দি ঘাট থেকে সিরিয়াল অমান্য করে যাত্রী বোঝাই করে। এ সময় কাওড়াকান্দি ঘাটের ড্রাইভার জয়নাল তার লোকজন নিয়ে দেলোয়ারের স্পিডবোডকে গতিরোধ করে। পরে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দু'ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা সংঘর্ষ ছড়িয়ে পড়লে ড্রাইভার দেলোয়ার, জয়নাল, খিদির, মনির, আলগীর, রাজ্জাক, করিম, মহন, যাত্রী সিরিন, মজিবর, সেলিনা, রিহাব, লাক্ষু আহত হয়। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পাঁচ্চর-হাইওয়ের সার্জেন্ট আসাদ গুরুতর আহত হন। আহতদের শিবচর-ফরিদপুর-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘাট দুটি নিয়ন্ত্রণে আনা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment