সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ। পরে একই স্থানে শিবচর উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আবদুল মজিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ও নৌ পরিবহন সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী লিটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রেজাউল করিম তালুকদার প্রমুখ। প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ সভার শুরুতেই প্রধান অতিথির বক্তব্য রাখেন।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন