ছোটভাই সেনাবাহিনী অবসর প্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সী ধারালো ছুড়ি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে তার আপন বড়ভাই অবসরপ্রাপ্ত পুলিশ কনেস্টবল মোতালেব মুন্সী (৭০) কে। ঘটনাটি ঘটেছে গত গতকাল সন্ধ্যা ৭ টায় শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ কনেস্টবল বড় ভাই মোতালেব মুন্সীর সাথে ছোটভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক আবু তালেব মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় মোতালেব মুন্সী সরকারেরচর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পানের সময় ছোট ভাই আবু তালেব সহ আরো ৪/৫ জন দুর্বৃত্তরা উপর্যপরি ধারালো ছুরি দিয়ে মোতালেবকে কুপিয়ে জখম করে মৃত্যু ভেবে একটি দোকানের কাছে রেখে যায়। স্থানীয় দোকানদারেরা পরে তাকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment