শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৮ টায় শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় মোটর সাইকেল চাপায় জেলে সাধু মালো (৫২) নিহত হয়েছে। শিবচর থেকে একটি মটর সাইকেল কাওড়াকান্দি ফেরিঘাটে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাধু মালোকে রাস্তার উপর চাপা দেয়। মুহুর্তে সাধু মালো রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় প্রথম শিবচর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর মটর সাইকেল আরোহী গাড়িসহ পলাতক রয়েছে। নিহত সাধু মালো শিবচর পৌরসভার নলগোড়া এলাকার রামকৃষ্ণ মালোর ছেলে।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment