সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কালবৈশাখী ঝড় : নিহত-১, আহত ১০, দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত


(৩ জুন ২০১০) আজ বৃহস্পতিবার দুপুর ৪ টায় হঠাৎ কালবৈশাখি ঝড়ে শিবচর উপজেলার পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরজানাজাত ইউনিয়নে ১ জন নিহত, ১০ জন আহত ও ৫টি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ঝড়ে গাছপালা ও গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
চরজানাজাত ইউপি চেয়ারম্যান বজলু সরকার জানান, বৃহস্পতিবার দুপৃরের পর থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রচণ্ড কালবৈশাখী। মাত্র ১৫-২০ মিনিটের প্রচণ্ড ঝড়ো বাতাসে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে শাকিল মিনা (৯) নামের এক শিশু মারা যায়। এছাড়াও চরজানাজাতের রশীদ মোল্লাকান্দি, মোজাফফর মোল্লার কান্দি, আদেল মোল্লার কান্দি, চানু বেপারির কান্দি, রহমান হাওলাদার কান্দি গ্রামের দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে গাছ উপড়ে ও ঘর বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছামাদ আকন (৫৫), হাসমত হাওলাদার (২৬) ও ইদ্রিস হাওলাদারকে (২০) গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিহত শাকিল চরজানাজাতের রশিদ মোল্লাকান্দির ছালাম মিনার ছেলে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন