সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

ডাকাতি শেষে পালানোর সময় শিবচরে ৩ চরমপন্থী অস্ত্র, গুলি ও ডাকাতির মালামালসহ আটক

09 May 2010 :: 10:15 am
শিবচরের নিলখীতে ৩ বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ৩ চরমপন্থীকে ধারালো অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ডাকাতির মালামালসহ মনির মোল্লা গ্রুপের ৩ চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, গত রাতে (শনিবার রাত ২ টায় ) চরমপন্থী নেতা মনির মোল্লার নেতৃত্বে ১০-১২ জনের চরমপন্থী পুলিশ এএসআই মোবারকের পরিচয় দিয়ে নিলখীর চরকামারকান্দি গ্রামের রাজা সিকদার, নাজমা বেগম ও মোহাম্মদ মাদবরের ঘরে প্রবেশ করে। চরমপন্থীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চরমপন্থীদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালাতে থাকে। এসময় এলাকাবাসী ধারালো অস্ত্র ও গুলিসহ বাদশা হাওলাদারকে (৩৮) আটক করে। পরে শিবচর থানার পুলিশ তল্লাশি চালিয়ে শহিদুল রাড়ী (২৬), বাবুল মিয়াকে (২৮) ডাকাতিকৃত ৩টি মোবাইল সেট, একটি বডিস্প্রে, একটি মানিব্যাগ উদ্ধার করে। 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন