হঠাৎ করে পদ্মা আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানি বৃদ্ধি পেয়ে শিবচরের নদী তীরবর্তী বেশ কিছু বোরো ক্ষেত প্লাবিত হয়েছে। পানিতে শিবচরের পদ্মাবেষ্টিত চরাঞ্চল চরাজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরচর, বন্দরখোলা, আড়িয়াল খাঁ তীরবর্তী শিরুয়াইল, উৎরাইলসহ বেশকিছু নিম্নাঞ্চলের বোরো ক্ষেতে পানি প্রবেশ করেছে । অনেক কৃষক শংকিত হয়ে আধা পাকা ধান কেটে ফেলছে বলে খবর পাওয়া গেছে। তবে এ পানিকে ধানের জন্য ভাল বলে ধান না কাটার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারে উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ৫০ একর জমি প্লাবিত হয়েছে। অনেক কৃষক ভয়ে ধান কাটছেন বলে আমরা খবর পেয়েছি। তবে শংকিত হওয়ার কিছু নেই বৃষ্টি না হওয়ায় এ পানি ধানের জন্য ভাল। আর পূর্ণিমা কেটে গেলে এ পানি চলে যাবে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment