২২ মার্চ ২০১০
ইউনিয়ন পর্যায়ে অনলাইন ডিজিটাল ম্যাপিং তৈরি করেছে এলজিইডি
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ম্যাপ প্রস্তুতের পাশাপাশি গ্রামীণ অনলাইন ডাটা বেইজ উন্নয়নের মাধ্যমে এর গ্রামীণ এলাকার সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এলজিইডির গ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস (জিআইএস) ইতিমধ্যে দেশের সকল ইউনিয়নে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করেছে, যা খুব শিগগিরই তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জিআইএস ইউনিটের এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, ‘শিগগিরই যে কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে তার ইউনিয়নের ডিজিটাল ম্যাপে প্রবেশ করে এলাকার হেলথ কমপ্লেক্স, বিদ্যালয়, মসজিদ, বাজারসহ সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।’
0 মন্তব্য(সমূহ):
Post a Comment