সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে ব্র্যাকের পল্লী সমাজের সহযোগিতায় ৫০টি দুস্থ পরিবারের মধ্যে ঘর বিতরণ


শিবচর উপজেলার ১৮টি ইউনিয়নের দুস্থ পরিবারে মধ্যে ব্র্যাকের পল্লী সমাজের আর্থিক সহযোগিতায় ৫০টি অর্ধপাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। গত ১৫ দিন ধরে এই বসত ঘরের নির্মাণের কাজ শুরু হয়েছে।
জানা যায় ব্র্যাকের পল্লী সমাজের পক্ষ থেকে শিবচর উপজেলার নদী ভাঙ্গন ও অগ্নিকাণ্ডে তিগ্রস্ত পরিবারদের বসবাসের জন্য এই ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়। প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সমাজের পাঁচ্চর শাখার প্রধান ওবায়দুর রহমান, পিওএসডি; সভা প্রধান মঞ্জুরী ও পল্লী সামাজের অন্যান্য সদস্যবৃন্দ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন