ভ্যান চুরির অভিযোগে কথিত চোর আজাহার (৩৫) কে প্রথমে উত্তম মধ্যম দিয়ে পরে তাকে সুস্থ করার জন্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে।
জানা যায়, গোয়ালকান্দা গ্রামের সামচু বেপারির একটি ভ্যানগাড়ি মধ্যরাতে তালা ভেঙ্গে আজাহার চুরি করে হাজি শরিয়াতুল্লাহ সেতুর দিকে যেতে থাকে। বিষয়টি উপস্থিত লোকজন টের পাওয়ায় ভ্যানগাড়িটি ব্রিজের উপরে রেখে আজাহার পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। সকালে সামচু বেপারী ও আরও ২৫/৩০ জন ভ্যানচালক সংঘবদ্ধ হয়ে চোরকে গণধোলাই দিলে সে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চোরের অবস্থা বেগতিক দেখে ভ্যানচালকেরা হাতুড়ে ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করে। চোরের চিকিৎসাসেবা ও তাকে বাড়ি পৌছানোর জন্য ১ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে ভ্যানচালকদের। ভ্যানচালক আজাহারের বাড়ি রাজৈর উপজেলার ইসুবপুর গ্রামে।
জানা যায়, গোয়ালকান্দা গ্রামের সামচু বেপারির একটি ভ্যানগাড়ি মধ্যরাতে তালা ভেঙ্গে আজাহার চুরি করে হাজি শরিয়াতুল্লাহ সেতুর দিকে যেতে থাকে। বিষয়টি উপস্থিত লোকজন টের পাওয়ায় ভ্যানগাড়িটি ব্রিজের উপরে রেখে আজাহার পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। সকালে সামচু বেপারী ও আরও ২৫/৩০ জন ভ্যানচালক সংঘবদ্ধ হয়ে চোরকে গণধোলাই দিলে সে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চোরের অবস্থা বেগতিক দেখে ভ্যানচালকেরা হাতুড়ে ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করে। চোরের চিকিৎসাসেবা ও তাকে বাড়ি পৌছানোর জন্য ১ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে ভ্যানচালকদের। ভ্যানচালক আজাহারের বাড়ি রাজৈর উপজেলার ইসুবপুর গ্রামে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment