সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

আখক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় গুলি ও অস্ত্র উদ্ধার

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা এলাকার একটি আখক্ষেত থেকে র‌্যাব ৩ রাউন্ড গুলি ও ১টি পাইপগান উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুরের ডিএডি শহিদুল ইসলামের নেতৃত্বে কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের কাসেম মুন্সীর একটি আখেক্ষেতের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৩ রাউন্ড গুলি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। এ ব্যাপারে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন