শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রাম থেকে ২৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী চরমপন্থী দলের সক্রিয় সদস্য মোহাম্মাদ আলী হোসেন সরদার (৩২) কে গ্রেফতার করেছে। জানা যায়, সাজাপ্রাপ্ত ফেরারি আসামি আলী হোসেন সরদার কাচিকাটা গ্রামে তার বাড়ির আঙিনায় বসে সহযোগীদের নিয়ে আড্ডা দেওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ২০০৬ সালে ঢাকার ডেমরা থানার একটি অস্ত্র মামলায় মহানগরীয় জজকোট চরমপন্থী আলী হোসেন সরদারের নামে ২৭ বছরের সাজা ঘোষণা করে। পরে সে ৩ বছর ফেরারি অবস্থায় ছিল। গ্রেফতারকৃত আলী হোসেন সরদার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রামের কালু সরদারের ছেলে। তার নামে শিবচর, ডেমরা ও মুন্সিগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ ৭টি মামলা রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment