বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় শিবচর উপজেলা দত্তপাড়া খাড়াকান্দি গ্রামে বর মওলা মাদবরের বাড়িতে বিয়ের আনন্দ এক বেদনা-বিধুর শোকাবহ বিষাদে পরিণত হয়েছে। সন্ন্যাসীরচর পুরাতন ফেরিঘাট এলাকার বর ও কনে বহনকারী ৫৩ জন যাত্রীসহ ট্রলারটি আড়িয়াল খাঁ নদে নিমজ্জিত হলে ৫৩ জন যাত্রীর মধ্যে ৪৫ জন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও এরমধ্যে ৮ জন নিখোঁজ রয়েছে।
জানা যায়, গত বুধবার বিকেলে দত্তপাড়া খাড়াকান্দি এলাকার রহমান মাদবরের ছেলে বর মওলা মাদবর চর মানাইর এলাকার মান্নান ফকিরের মেয়ে রিনা (২২)র সহিত বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলারযোগে আড়িয়াল খাঁ নদ দিয়ে তার বাড়ি দত্তপাড়ায় রওয়ানা করলে পুরাতন ফেরি ঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রলারে ধাক্কা লেগে বর-কনের ট্রলারটি ডুবে যায়। এতে বর ও কনেসহ ৪৫ জন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও ৮ জন নিখোঁজ হয়। নিখোঁজেরা হল- দেলোয়ার শেখের ছেলে কামরান (৭), নুরু মাদবরের মেয়ে বর্ষা (৭) ও বৃষ্টি (৫), মান্নান মাদবরের ছেলে হাসান (৮), টুকু ফরাজীর ছেলে মিজান (৯), বারেক ফরাজী (৮১), হান্নান মাদবরের মেয়ে সোমা (৫) এবং ছামাদ শেখের ছেলে আলমগীর (৩৫), এদের বাড়ি দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে। বুধবার মধ্যরাত থেকে ৫টি ট্রলার দিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও নিখোঁজদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জানা যায়, গত বুধবার বিকেলে দত্তপাড়া খাড়াকান্দি এলাকার রহমান মাদবরের ছেলে বর মওলা মাদবর চর মানাইর এলাকার মান্নান ফকিরের মেয়ে রিনা (২২)র সহিত বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলারযোগে আড়িয়াল খাঁ নদ দিয়ে তার বাড়ি দত্তপাড়ায় রওয়ানা করলে পুরাতন ফেরি ঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রলারে ধাক্কা লেগে বর-কনের ট্রলারটি ডুবে যায়। এতে বর ও কনেসহ ৪৫ জন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও ৮ জন নিখোঁজ হয়। নিখোঁজেরা হল- দেলোয়ার শেখের ছেলে কামরান (৭), নুরু মাদবরের মেয়ে বর্ষা (৭) ও বৃষ্টি (৫), মান্নান মাদবরের ছেলে হাসান (৮), টুকু ফরাজীর ছেলে মিজান (৯), বারেক ফরাজী (৮১), হান্নান মাদবরের মেয়ে সোমা (৫) এবং ছামাদ শেখের ছেলে আলমগীর (৩৫), এদের বাড়ি দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে। বুধবার মধ্যরাত থেকে ৫টি ট্রলার দিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও নিখোঁজদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment