সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

চার বাড়িতে ডাকাতির চেষ্টা

গতকাল (১৮ আগস্ট) উপজেলার দত্তপাড়া ইউনিয়নে একই রাতে চার বাড়িতে ডাকাতেরা ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়। উৎরাইল চৌধুরী বাড়ির ইকবাল চৌধুরীর ঘরের ৭/৮ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে ঢোকার সময় গৃহকর্তার ছোট ভাই সালাহউদ্দিন চৌধুরী দেখে ফেললে ডাকাতেরা তাকে কিল ঘুরি মেরে পালিয়ে যায়। ঐ রাতেই একই গ্রামের আরব মৃধার বাড়িতে ডাকাতেরা দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। এছাড়াও উত্তর চর তাজপুর গ্রামের আকমত মুন্সী ও প্রবাসী সালাম ঢালীর ঘরের দরজা ভাঙতে গেলে লোকদের চিৎকারে ডাকতদল পালিয়ে যায় এবং পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেয়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন