শিবচরে পাঁচ্চর, কুতুবপুর ও ভদ্রাসনে পৃথক পৃথক অগ্নিকাণ্ডে ২১টি ঘর ভস্মীভূত হয়েছে । অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডে পাঁচ্চর ইউনিয়নের খানাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে হাশেম মাদবর, ইমাজউদ্দিন মাদবর, হাবি মাদবর, কলিমুল্লাহ মাদবরের বসতঘরসহ ৬টি ঘর পুড়ে যায়। বিকেলে কুতুবপুর হাজী লালু বেপারিকান্দি এলাকায় ইনছান মাদবর, দাদন ফকির, হাচান হাওলাদার ও হানিফ হাওলাদারের বসত ঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। এছাড়াও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভদ্রাসন এলাকার মিনাকান্দিতে অগ্নিকাণ্ডে রমিজউদ্দিন সিকদার, মজিবর সিকদার ও সামাদ সিকদারের বসতঘরসহ ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। এসকল অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment