মাদারীপুরের কালকিনির ডাসার এলাকা থেকে অপহৃত দুই স্কুলছাত্রকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দত্তপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, দর্শনা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান অন্তু (১৩) ও আতাহার আলী একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্র মেহেদি হাসান রায়হান (১২) গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে কালকিনির আশ্রম স্ট্যান্ডে পৌঁছলে তাদের নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত রুমাল দিয়ে অজ্ঞান করে অজ্ঞাতনামা ৩ অপহরণকারী । পরে অপহরণকারীরা ২ ছাত্রকে প্রথমে টেম্পুযোগে পরে বাসযোগে ঢাকার উদ্দ্যেশে রওনা করে। বাসটি শিবচরের দত্তপাড়া নামক স্থানে পৌঁছলে দুই স্কুলছাত্রের জ্ঞান ফিরে আসে ও তারা বাস থেকে নেমে চিৎকার শুরু করলে অপহরণকারীরা পালিয়ে যায়। স্কুলছাত্র অন্তু মোবাইল ফোনে বিষয়টি তার পিতাকে জানালে তারা শিবচর উপজেলা প্রশাসনকে অবহিত করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও স্থানীয়দের সহযোগিতায় স্কুলছাত্রদের উদ্ধার করে গভীর রাতে তাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়া হয়। আশিকুর রহমান অন্তু কালকিনি উপজেলার ডাসার এলাকার খলিল বেপারির ছেলে ও মেহেদি হাসান রায়হান ওই এলাকার বাবুল ইসলামের ছেলে।
শিবচর উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার দে বলেন, ছেলে দুটি নিজস্ব বুদ্ধিমত্তায় বেঁচে গেছে। ছেলে দুটির জ্ঞান ফিরলেও সম্পূর্ণ সুস্থ হয়নি। অভিভাবকদের কাছে ওদের হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment