বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে কাবিলপুর গ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি ঘর ও ২৮ কাঠা জমির ফসল ভস্মীভুত হয়েছে । এতে নগদ টাকা, স্বর্ণালংকার , গবাদি পশুসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এনিয়ে গত দুদিনে উপজেলার বিভিন্ন স্থানে আগুনে ৩৩টি ঘর, ফসলি জমিসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে উমেদপুরের কাবিলপুর গ্রামের হালান মাদবর, সেকান মাদবর, মান্নান মাদবর, নুরন্নবী মাদবর, মজিবর মাদবরসহ ৭ শরিকের বসতঘরসহ ১২টি ঘর ভস্মীভুত হয়। অপর এক অগ্নিকাণ্ডে একই গ্রামের আঞ্জু ফকির, কোটন মুন্সী, ছালাম ফকির ও দেলোয়ার ফকিরের ২৮ কাঠা রসুন, কালিজিরা ও ডালসহ বিভিন্ন ফসল ভস্মীভুত হয়।
অপরদিকে বুধবার অগ্নিকাণ্ডে পাঁচ্চর ইউনিয়নের খানাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে হাশেম মাদবর, ইমাজউদ্দিন মাদবর, হাবি মাদবর, কলিমুল্লাহ মাদবরের বসতঘরসহ ৬টি ঘর পুড়ে যায়। কুতুবপুর হাজী লালু বেপারিকান্দি এলাকায় ইনছান মাদবর, দাদন ফকির, হাচান হাওলাদার ও হানিফ হাওলাদারের বসত ঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। ভদ্রাসন এলাকার মিনাকান্দিতে অগ্নিকান্ডে রমিজউদ্দিন সিকদার, মজিবর সিকদার ও সামাদ সিকদারের বসতঘরসহ ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। এসকল অগ্নিকাণ্ডে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment