সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে ১৩ তরুণ গড়ে তুলেছেন উৎরাইল ছাত্র মিতালী পাঠাগার

মাদারীপুরের শিবচর উপজেলার গ্রাম পর্যায়ে ১৩ তরুণের উদ্যোগে গড়ে উঠেছে উৎরাইল ছাত্র মিতালী পাঠাগার নামে একটি গ্রন্থাগার। 'বই হোক জীবন গঠনের হাতিয়ার' স্লোগানকে সামনে রেখে ২০০৬ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে গ্রন্থাগারটি। কোনো রকম পৃষ্ঠপোষকতা ছাড়াই এ ১৩ তরুণের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে গ্রন্থাগারটি।
গ্রন্থাগারটি প্রতিষ্ঠার মূলে যারা রয়েছে তারা সবাই ছাত্র। দেশের বিভিন্ন স্থানে লেখাপড়া করছেন। আর গ্রামে যারা থাকছেন তারা পালাক্রমে পাঠাগারটি দেখাশোনা করেন। যারা প্রতিষ্ঠাতা সদস্য তারা প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ঘর ভাড়া, পত্রিকা বিল বাবদ প্রতি মাসে ১ হাজার টাকা খরচ হয়।
পাঠাগারটি সম্পর্কে স্থানীয় লোকজন জানান, ছেলেদের উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা নিয়মিত এখানে পত্রিকা পড়তে পারেন। এ তরুণরা শুধু পাঠাগারটি প্রতিষ্ঠাই করেননি, স্থানীয় তরুণ-তরুণীদের পড়ার অভ্যাস গড়ে তোলারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে এলাকার তরুণ-তরুণীরা এখন পাঠাগারমুখী হচ্ছেন।প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা হয় পাঠাগারটি। নবীন-প্রবীণ পাঠকদের পদচারণায় মুখর থাকে সারাদিন। এখানে একটি জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও স্থানীয় পত্রিকা রাখা হয় নিয়মিত। এখান থেকে বই বাড়িতে নিয়ে পড়ারও সুযোগ রয়েছে। বই দিয়ে পাঠাগারটিকে সহায়তা করার জন্য উদ্যোক্তারা দাতা গোষ্ঠী, সুধীজনদের দৃষ্টি কামনা করেন। কেউ সহায়তা করতে চাইলে ০১৭২১০৯১৯০৫ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পিছনে

2 মন্তব্য(সমূহ):

bagchipoetry said...

i want to help the library donating some books from my own collections. it may be hundred books. i have also donated some books to rabeya gronthagar of Shibchar. They made me the life-member of their library. I want to get the books immediately. How can u collect it from my house in Dhaka. I am a man of madaripur.
wishes
Tapan Bagchi
Dhaka
01713067909
drbagchipoetry@gmail.com

গোলাম মুস্তাফা said...

শিবচরের তেরজন তরুণের এই উদ্যোগকে স্বাগত জানাই। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারলে খুশি হব। তাঁরা ঠিকানা জানালে আমি কয়েকটি বই পাঠানোর ব্যবস্থা করতে পারি।

গোলাম মুস্তাফা
২০২ দেবপাহাড় কলেজ রোড
চট্টগ্রাম

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন